বাংলা মাস চৈত্র মাসের শেষদিনে চলতি বছরকে বিদায় জানাতে ‘সংক্রান্তি অ্যালায়েন্স’-এর আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে- ‘চৈত্রসংক্রান্তি উৎসব- ২০১২’।
আগামী ১৩ এপ্রিল বা ৩০ চৈত্র ১৪১৮ শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর কলাবাগান খেলার মাঠে এ উৎসবের উদ্বোধন করা হবে। দেশের বরেণ্য ব্যক্তিত্বরা উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেবেন বলে আয়োজক সংগঠন সূত্রে জানা গেছে ।
চৈত্রসংক্রান্তি উৎসবে কনসার্টসহ জমকালো নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর টেলিভিশন পার্টনার হিসেবে রয়েছে বৈশাখী টিভি।
এ ‘চৈত্রসংক্রান্তি উৎসব’ উপলক্ষে ১০ এপ্রিল মঙ্গলবার রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) অডিটোরিয়ামে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ সম্মেলনে অতিথিদের উপস্থিতিতে উৎসবের বিস্তারিত সাংবাদিকদের জানানো হবে এবং আনুষ্ঠানিকভাবে উৎসবের ঘোষণা দেওয়া হবে।
উদ্বোধনের পর পরই শুরু হবে লাঠিখেলা এবং কবি লড়াইসহ বিভিন্ন প্রতিযোগিতা।
‘চৈত্রসংক্রান্তি উৎসবে ৩টি পর্ব থাকছে। প্রথম পর্বের অনুষ্ঠান শুরু হবে শুক্রবার সকাল সাড়ে ১০টায়।
দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হবে দুপুর ২টায়। এ পর্বে থাকবে- বাউলগান, নাচ এবং দেশীয় গান।
অনুষ্ঠানের ৩য় পর্ব ‘কনসার্ট’ শুরু হবে বিকেল ৫টায়। এতে বেশ কয়েকটি ব্যান্ডসহ বিশিষ্ট শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। উৎসবে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে- ‘ফায়ার স্পিনিং’।
কনসার্টে যেসব ব্যান্ড পারফর্ম করবে, তার মধ্যে অন্যতম হচ্ছে- মাকসুদ ও ঢাকা, শিরোনামহীন, লীলা, বহেমিয়ান, সমোগীত, চিৎকার, সহজিয়া, মাদুল প্রভৃতি। এছাড়াও গান গাইবেন কৃষ্ণকলি, মেহরীন, সায়ান ও শহীদ।
এছাড়াও দেশীয় সংস্কৃতি তুলে ধরতে এ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন- আকলিমা, মিলা পাগলি, কাঙ্গালিনী সুফিয়া, টুনটুন বাউল, হাসেম চিশতি, লতিফ শাহ এবং বিমল সাধু।
কনসার্টের পাশাপাশি লাঠিখেলা, কবির লড়াই, ফায়ার স্পিনিং এবং বিভিন্ন শিল্পীদের পরিবেশনা উপভোগ করতে পারবেন দর্শকরা।
‘চৈত্রসংক্রান্তি উৎসব’ অনুষ্ঠান চলবে রাত ১০টা পর্যন্ত। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
এ উসবের আয়োজক সংক্রান্তি অ্যালিয়েন্স হচ্ছে একটি সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান। দেশীয় শিল্পী ও মিউজিয়ানদের নিয়ে গঠিত এই প্ল্যাটফর্ম সঙ্গীতে দেশীয় ঐতিহ্য বিকাশে কাজ করে যাচ্ছে।