মুশফিককে আউট করে অশ্বিনের বিশ্বরেকর্ড

মুশফিককে আউট করে অশ্বিনের বিশ্বরেকর্ড

বর্তমান ক্রিকেটের বিশ্বে সবচেয়ে বিধ্বংসী অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তার ঘূর্ণিতে কুপোকাত হয়েছেন অনেক বাঘা বাঘা ব্যাটসম্যান। এবার বাংলাদেশ দলের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহীমের উইকেটও তুলে নিলেন তিনি। আর তাকে শিকার করেই সবচেয়ে কম টেস্ট খেলে ২৫০তম উইকেট পাওয়ার বিশ্বরেকর্ড গড়লেন এ স্পিনার।

মাইলফলক থেকে মাত্র ২ উইকেট দূরে থেকে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিলেন অশ্বিন। তবে এ কীর্তি গড়তে তাকে অপেক্ষা করতে হয় চতুর্থ দিন সকাল পর্যন্ত। আগের দিনে বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে তুলে নিয়েছিলেন তিনি। আজ বাংলাদেশের শেষ উইকেট মুশফিককে তুলে গড়েন এ অনন্য কীর্তি।

মাত্র ৪৫তম টেস্টেই ২৫০ উইকেটের মাইলফলকে পৌঁছান অশ্বিন। এর আগে এ কীর্তিটি ছিল অস্ট্রেলিয়ার কিংবদন্তী পেসার ডেনিস লিলির। ৪৮টি টেস্ট খেলে তিনি এ রেকর্ড গড়েছিলেন এ কিংবদন্তী। ৩৬ বছরের রেকর্ডটি রোববার নিজের করে নেন অশ্বিন।

খেলাধূলা