টাঙ্গাইলের নাগরপুর উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি প্রত্যাশিত দ্বিতীয় ধলেশ্বরী সেতু এখন আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায়। অবশেষে বহুল প্রত্যাশিত এ সেতু প্রকল্পটির বাস্তবায়ন ও উদ্বোধনের মধ্য দিয়ে এ অঞ্চলের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটতে যাচ্ছে।
দীর্ঘ প্রায় আড়াই বছর মহাকর্মযজ্ঞ শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সেতু হস্তান্তর প্রক্রিয়া চলছে বলে ঠিকাদারি প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।
সূত্রে জানা যায়, উপজেলার নাগরপুর মির্জাপুর সড়কের কেদারপুর ঘাট নামক স্থানে ৫২০.৬০ মিটার পিসি গার্ডার সেতু (ধলেশ্বরী সেতু) প্রকল্পটি মের্সাস মীর আক্তার হোসেন লিমিটেড নামক ঠিকাদারি প্রতিষ্ঠান পায়। স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) তত্ত্বাবধানে ৫৫ কোটি ৪৭ লাখ ১৫ হাজার ৮০৭.৪৪ টাকা ব্যয়ে নির্মিত সেতুর মূল কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।
প্রকল্পটির প্রজেক্ট ম্যানেজার আবু সাদ্দাৎ সায়েম জানান, সেতুর মূল কাজ শেষ হয়েছে। সংযোগ সড়কের কার্পেটিংয়ের কাজও শেষের দিকে। এরপর রঙের কাজ সম্পন্ন হলেই সেতুটি হস্তান্তর করা হবে।
এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এটিএম রবিউল ইসলাম বলেন, ব্রিজের মূল কাজ (স্ট্রাকচার) শেষ। অ্যাপ্রোচ সড়কের কাজ ৯৫ শতাংশ শেষ হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এলাকাবাসী সেতুটির সুবিধা ভোগ করতে পারবে।
নাগরপুর মির্জাপুর ভায়া কেদারপুর সড়কে দ্বিতীয় ধলেশ্বরী সেতু বাস্তবায়নের মাধ্যমে দক্ষিণ টাঙ্গাইলবাসীর যোগাযোগের ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচিত হচ্ছে উল্লেখ করে স্থানীয় সংসদ সদস্য খন্দকার আব্দুল বাতেন বলেন, সেতুটি হস্তান্তরের পর উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নামে এ সেতুর নামকরণ করা হবে বলেও তিনি জানান।