পহেলা বৈশাখ চ্যানেল ৯-এর ইউরোপযাত্রা শুরু

পহেলা বৈশাখ চ্যানেল ৯-এর ইউরোপযাত্রা শুরু

ভিন্ন ভিন্ন বর্ণের তরুণ-তরুণীদের অংশগ্রহণে নির্মিত ব্যতিক্রমী শিক্ষামূলক গেম শো ‘ক্লেভার ক্লগস’ প্রচারের মধ্য দিয়ে শুরু হচ্ছে চ্যানেল ৯-এর ইউরোপযাত্রা।

সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ বাংলাদেশের সাম্প্রতিক সময়ের জনপ্রিয় এন্টারটেইনমেন্ট টিভি চ্যানেল চ্যানেল ৯ আগামী ১ বৈশাখ, ১৪ই এপ্রিল শনিবার ইউরোপে শুরু করছে তাদের সম্প্রচার।

এজন্য সম্প্রচার শুরুর প্রয়োজনীয় সব প্রস্তুতিই সম্পন্ন করেছে চ্যানেল ৯ ইউরোপ কর্তৃপক্ষ।

এবিষয়ে চ্যানেল ৯, ইউরোপের এক্সিকিউটিভ ডিরেক্টর নাহিদা রহমান জানান, সব প্রস্তুতি সম্পন্ন করেই চ্যানেল ৯ যাত্রা শুরু করছে ইউরোপে। স্কাই চ্যানেল ৮৩৪-এ বর্তমানে প্রচারিত হচ্ছে এনটিভি। ১ বৈশাখ নববর্ষের প্রথম  দিন থেকে এ ৮৩৪ চ্যানেলটিই পরিণত হবে চ্যানেল ৯ এ।

ইডি নাহিদা রহমান জানান, ঢাকা থেকে পাঠানো চ্যানেল ৯-এর প্রোগ্রামের পাশাপাশি এনটিভি ইউরোপ বর্তমানে যেসব নিজস্ব অনুষ্ঠান প্রচার করছে, সেগুলোও প্রচার হবে চ্যানেল ৯ এ। নতুন নতুন নিজস্ব প্রোগ্রামও তৈরি করবে চ্যানেল ৯, ইউরোপ।

চ্যানেল ৯ ইউকের হেড অব নিউজ অ্যান্ড প্রোগ্রাম হাসান হাফিজুর রহমান বলেন, ‘প্রথম এক্সক্লুসিভ প্রোগ্রাম মাল্টি কালচারাল শিক্ষামূলক গেম শো ‘ক্লেভার ক্লগস’ সম্প্রচারের মাধ্যমে ১ বৈশাখ নববর্ষের প্রথম দিন চ্যানেল ৯ তার যাত্রা শুরু করবে ইউরোপে।

বাংলানিউজকে তিনি জানালেন, ‘ক্লেভার ক্লগস’-এর উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্বের সবচেয়ে বড় ইয়ুথ স্পিকিং ইভেন্টস এবং ইউরোপের সবচেয়ে বড় স্পিকিং ইভেন্টস হিসেবে পরিচিত জ্যাক প্যাচি স্পিক আউট চ্যালেঞ্জ ২০১১-এর গ্র্যান্ড ফাইন্যালিস্ট তারকা সৈয়দ মাহাথির পাশা।

‘ক্লেভার ক্লগস’ সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে হাসান হাফিজুর রহমান বলেন, ‘এটি সাদা, কালো, এশিয়ানসহ ভিন্ন ভিন্ন বর্ণের প্রতিযোগীদের অংশগ্রহণে নির্মিত সম্পূর্ণ নতুন ও ব্যতিক্রমী একটি জ্ঞানভিত্তিক গেম শো।‘

ভূগোল, ইতিহাস, বিজ্ঞান, খেলাধুলা, গণিত ও সাধারণ জ্ঞানসহ সব বিষয়ই থাকছে `Clever clogs`-এ, এমন মন্তব্য করে চ্যানেল ৯ ইউরোপের হেড অব নিউজ অ্যান্ড প্রোগ্রাম বলেন, ‘কিশোর-কিশোরীদের জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করতে এ প্রোগ্রামটি খুবই সহায়ক হবে বলে আমরা আশা করছি।‘

বাংলাদেশি কমিউনিটির মেধাবী কিশোর-কিশোরীরাসহ সব কমিউনিটির কিশোর-কিশোরীরাই ‘ক্লেভার ক্লগস’ প্রোগ্রামে লাভবান হবে বলে আশা প্রকাশ করেন হাসান হাফিজুর রহমান।

উল্লেখ্য, সিজন্যাল এই প্রোগ্রামটির প্রথম সিজন সাজানো হয়েছে মোট ১১টি পর্বে। ৮টি প্রাথমিক পর্ব, ২টি সেমি ফাইনাল ও একটি গ্র্যান্ড ফিনালে থাকছে ‘ক্লেভার ক্লগস’ এর প্রথম সিজনে’।

চূড়ান্ত বিজয়ীকে অতিথিদের উপস্থিতিতে আনুষ্ঠানিক লাইভ শো’র মাধ্যমে চ্যানেল ৯-এর পক্ষ থেকে পদক ও পুরস্কারে ভূষিত করা হবে বলে জানানো হয় বাংলানিউজকে।

প্রতি শনিবার লন্ডন সময় বিকেল ৫টায় সন্তানসহ চ্যানেল ৯-এর `Clever clogs` অনুষ্ঠানটি দেখার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছেন চ্যানেল-৯ ইউরোপ কর্তৃপক্ষ।

চ্যানেল ৯-এর ‘ক্লেভার ক্লগস’ ইউরোপে সম্প্রচার করা বাংলা টিভি চ্যানেলগুলোর ইতিহাসে প্রথম মাল্টিকালচারাল কোনো এডুকেশনাল গেম শো।

আরও উল্লেখ্য, বর্তমানে এনটিভি ইউরোপ চ্যানেলটিই মূলত চ্যানেল-৯ এ পরিণত হচ্ছে। স্কাই ৮৩৪ চ্যানেলটি পহেলা বৈশাখ এনটিভি নাম পরিবর্তন করে চ্যানেল ৯ এ পরিণত হবে। এনটিভি আলাদা স্টুডিও, অফিস ও স্টাফ নিয়ে আবার যাত্রা শুরু করবে নতুন করে, এমনটিই জানা গেছে, নতুন এনটিভি‘র সঙ্গে সম্পৃক্ত একটি সূত্রে।

বিনোদন