চলতি মার্চে চীনের মুদ্রাস্ফীতি বেড়েছে

চলতি মার্চে চীনের মুদ্রাস্ফীতি বেড়েছে

জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় চলতি বছরের মার্চে চীনের মুদ্রাস্ফীতি ধারণার থেকেও বৃদ্ধি পেয়েছে।

একটি পরিসংখ্যানে প্রকাশিত তথ্য অনুযায়ী গত বছরের একই সময়ের ভোক্তামূল্য চলতি বছরের ভোক্তা মূল্য বৃদ্ধি পেয়েছে ৩.৬ শতাংশ। অথচ বিশ্লেষকরা ধারণা করেছিলেন এই বৃদ্ধির হার ৩.৩ শতাংশ হবে । একই সঙ্গে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মূদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়েছে ৩.২ শতাংশ।

এদিকে নতুন পরিস্থিতিতে চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতিকে চীনের অর্থনীতির একটি অন্যতম সমস্যা হিসেবে অভিহিত করেছেন । চীন ২০১২ সালের জন্য মুদ্রাস্ফীতির হার ৪ শতাংশে নির্ধারণ করেছিলো।

বিশ্লেষকরা মনে করছেন সম্প্রতি প্রকাশিত এই তথ্য উপাত্ত চীনের কেন্দ্রীয় ব্যাংককে একটি সহজসাধ্য মুদ্রানীতি প্রণয়নের দিকে পরিচালনা করবে।

আন্তর্জাতিক