লেনদেন খরা ও মূল্যসূচক পতন কাটিয়ে আবার উত্থান প্রবণতায় ফিরেছে দেশের শেয়ারবাজার। বৃহস্পতিবারসহ টানা ৪ কার্যদিবস উভয় বাজারে মূল্যসূচক বেড়েছে। সেই সঙ্গে প্রতি কার্যদিবসেই বেড়েছে লেনদেনের পরিমাণ।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেন হওয়া ৫৩ শতাংশ বা ১৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অপরদিকে ৩৫ শতাংশ বা ১১৫টি প্রতিষ্ঠানের দাম কমেছে। আর অপরিবর্তিত আছে ৪০টির দাম।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫১২ পয়েন্টে অবস্থান করছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৯১৩ কোটি ৫৫ লাখ টাকা, যা আগের দিনের তুলনায় ১৪ কোটি ৮১ লাখ টাকা বেশি।
টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ার। এদিন কোম্পানির ৪৬ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা আইডিএলসির ৩৯ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩২ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে সাইফ পাওয়ারটেক। লেনদেনে এরপর রয়েছে, আল-আরাফা ইসলামি ব্যাংক, আরএসআরএম স্টিল, ইফাদ অটোস, আরএকে সিরামিকস, প্যাসিফিক ডেনিমস, বেক্সিমকো ও এসিআই ফরমুলেশন।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স মূল্যসূচক ৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৩৩০ পয়েন্টে। বাজারটিতে ৫৩ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৫০টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।