পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা হলে অচিরেই মেয়রকে নগর ভবনে বন্দি করে রাখা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হকার্স নেতারা। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে হকার সমন্বয় পরিষদ আয়োজিত সমাবেশে তারা এ হুঁশিয়ারি দেন।
হকার্স নেতারা বলেন, পেটোয়া বাহিনী দিয়ে নির্যাতন ও দোকান ভাঙচুর করে আন্দোলন থামানো যাবে না। হকার উচ্ছেদের আগে তাদের পুনর্বাসন ও পুনর্বাসন নীতিমালা তৈরি করতে হবে। সেটি না করলে জীবন দিয়ে হলেও আন্দোলন চলবে।
বক্তারা আরও বলেন, গাড়ি পার্কিংয়ের মাধ্যমে মতিঝিলের ফুটপাত দখল করে রেখেছে গাড়ির মালিকরা। তাদেরকে কিছুই বলতে পারেন না। অথচ নিরীহ হকারদের পেটে লাথি মারছেন। হকার নির্যাতন বন্ধ না করা হলে সব হকাররা মিলে আপনাকে (মেয়র) নগর ভবনে বন্দি করে রাখা হবে।
বাংলাদেশে হকার্স ইউনিয়নের নেতা মঞ্জুর মঈনের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আবুল হোসাইন। এছাড়া আরও উপস্থিত ছিলেন জাতীয় হকার্স ফেডারেশনের আহ্বায়ক আরিফ চৌধুরী, ছিন্নমূল হকার্স লীগের সভাপতি হারুন-অর-রশিদ, জাতীয় সম্মিলিত হকার জোটের উপদেষ্টা সরদার খোরশেদ, বাংলাদেশ হকার্স ইউনিয়নের আহ্বায়ক আবুল হাশেম কবির প্রমুখ।