চেতনানাশক ওষুধ প্রয়োগের মাধ্যমে শিশু অপহরণ, হত্যা ও লাশ গুম এবং মানবপাচার চক্রের ২ নারী সদস্য ও চক্রের মূল হোতা জাকিরসহ ৬ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার রাতে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও মাদকসহ তাদেরকে আটক করা হয়। এসময় এক ভুক্তভোগীকে উদ্ধার করেছে র্যাব।
বিষয়টি নিশ্চিত করে র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর সহকারি পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, দুপুর ১২টায় রাজধানীর কারওয়ান বাজারস্থ মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।