ব্যবসার বিধান সহজ করা হবে : ফারুক খান

ব্যবসার বিধান সহজ করা হবে : ফারুক খান

হয়রানি এড়াতে ব্যবসার বিধিবিধান সহজতর করার আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রী ফারুক খান।

রোববার মন্ত্রণালয়ে বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ব্যবসায়ীরা যাতে হয়রানির শিকার না হয়, এজন্য সরকার ব্যবসার বিধিবিধান আরও সহজ করতে চায়। অধিক সংখ্যক বিধান থাকলে, জটিলতার সৃষ্টি হয় এবং অপব্যবহারের সুযোগ থাকে।

একইসঙ্গে এক শ্রেণীর সুযোগ সন্ধানীরা এসব বিধিবিধান থেকে অবৈধ সুযোগ-সুবিধা নেওয়ার জন্য ফন্দি-ফিকির করে বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ)-এর সভাপতি রাফিজ আলম চৌধুরী প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। সংগঠনের প্রথম সহ-সভাপতি শাহজাদা মাহমুদ চৌধুরী ও দ্বিতীয় সহ-সভাপতি নাজিম উদ্দিন চৌধুরীসহ অন্যান্য পরিচালকরা এ সময় উপস্থিত ছিলেন।

সাক্ষাতকালে সংগঠনের পক্ষ থেকে চার দফা দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে :
অ্যাসোসিয়েশনের ওপর ইউপি হস্তান্তরের ক্ষমতা প্রদান, কেন্দ্রীয় ব্যাংকের রফতানি উন্নয়ন তহবিল হতে ঋণ সহায়তা প্রদান, ক্রেতা ও রফতানিকারকদের সহায়তার জন্য বিমানবন্দরে হেল্প ডেক্স স্থাপন, গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ইনস্টিটিউট স্থাপনের জন্য জমি প্রদান ইত্যাদি।

বিজিএপিএমইএর দাবির প্রেক্ষিতে মন্ত্রী বলেন, ‘বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে গমনাগমন সহজতর করার লক্ষে বিমান বন্দরে একটি সমন্বিত হেল্প ডেস্ক চালু করা হবে।

অর্থ বাণিজ্য