সাতমাসে এডিপি বাস্তবায়ন ৩২.৪১ শতাংশ

সাতমাসে এডিপি বাস্তবায়ন ৩২.৪১ শতাংশ

চলতি অর্থবছরে সাতমাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে ৩২ দশমিক ৪১ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে এ হার ছিল ২৮ শতাংশ। মঙ্গলবার একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য প্রকাশ করেছেন।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন তিনি বলেন, টাকার অঙ্কে এ বছর এখন পর্যন্ত এডিপি বাস্তবায়ন সর্ববৃহৎ।

তিনি আরও বলেন, জুলাই থেকে জানুয়ারি এ সাতমাসে মন্ত্রণালয় ও বিভাগগুলো মোট ব্যয় করেছে ৩৯ হাজার ৯৭৩ কোটি টাকা। যেখানে গত অর্থবছরের একই সময়ে ব্যয় হয়েছিল ২৮ হাজার ৭৫০ কোটি টাকা।

অর্থ বাণিজ্য