ভিসা না পেয়ে ক্ষোভ প্রকাশ করে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, তার চেয়ে অধিকারহীন ও নির্যাতিত মানুষ বাংলাদেশে আর একটিও নেই।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন। দৈনিক আমার দেশ পরিবার এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
মাহমুদুর রহমান বলেন, আমি বাংলাদেশের নাগরিক। তবে আমার কোনো নাগরিক অধিকার নেই। রাজনীতি করার অধিকার নেই, কথা বলার অধিকার নেই। আমার মতো নির্যাতিত মানুষ বাংলাদেশে আর একজনও নেই। আমিই বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতিত মানুষ।
তিনি বলেন, সাংবাদিক নির্যাতন ও পত্রিকা বন্ধের বিরুদ্ধে আপনারা (সাংবাদিকরা) প্রতিবাদ করেছেন। কিন্তু কোনো লাভ হয়নি।