প্রাণ ফিরছে নন্দীপাড়া খালে

প্রাণ ফিরছে নন্দীপাড়া খালে

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের মাধ্যমে প্রাণ ফিরে পেতে শুরু করেছে রাজধানী ঢাকার নন্দীপাড়া-ত্রিমোহনী খালে। অভিযানের মাধ্যমে খাল দখল করে জেলা প্রশাসনের নির্মিত ৭২টিসহ প্রায় দুই শতাধিক দোকান উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ শেষে পুরোদমে খালটি সংস্কার করা হবে।

সোমবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা ওয়াসা ও ঢাকা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পূর্ব ঢাকার প্রাণখ্যাত নন্দীপাড়া ত্রিমোহনী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দেয় সিটি কর্পোরেশন। তিনটি বুলডোজার দিয়ে একযোগে অবৈধ স্থাপনা ভাঙা হয়।

অভিযান চলাকালে স্থানীয় দখলদার ও ক্ষমতাশীন দলের নেতাকর্মীরা বাধা দেয়ার চেষ্টা করে। কিন্তু কোনো বাধাই কাজে আসেনি।

অভিযান শুরুর আগে মেয়র সাঈদ খোকন সংক্ষিপ্ত ভাষণে বলেন, ‘ঢাকার খাল উদ্ধার হবেই। শহরে কোনো মাস্তানি, দখলবাজি, চাঁদাবাজি চলতে দেয়া হবে না। দখলদাররা যতই শক্তিশালী হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। যেখানেই অবৈধ স্থাপনা থাকবে সেখানেই জনগণকে সঙ্গে নিয়ে উচ্ছেদ করা হবে।’

মেয়র বলেন, ‘জনগণের সম্পদ কাউকে দখল করতে দেয়া হবে না। এই অভিযানের মাধ্যমে ঢাকার খাল উদ্ধার অভিযান শুরু হলো। পর্যায়ক্রমে সব খাল উদ্ধার করা হবে। এটা প্রধানমন্ত্রীর নির্দেশ। খাল জনগণের সম্পদ।’

nondipara
এরপর থেকেই একযোগে শুরু হয় উচ্ছেদ অভিযান। উচ্ছেদকালে অনেকেই জেলা প্রশাসনের পক্ষ থেকে নেয়া লিজের কিছু কাগজপত্র দেখানোর চেষ্টা করলেও তা কাজে আসেনি। উচ্ছেদকারী ভ্রাম্যমাণ আদালতের টিম একের পর এক অবৈধ স্থাপনা ভাঙতে থাকে। দীর্ঘ অভিযানের মাঝামাঝি সময়ে দৃশ্যটা এমন হয় যেন পুরো খালপাড়ে প্রাণ ফিরছে।

নন্দীপাড়া ব্রিজের উপরেই কথা হয় ষাটোর্ধ্ব বৃদ্ধা মুক্তিযোদ্ধা আবুল হোসেনের সঙ্গে। তিনি জাগো নিউজকে বলেন, ‘এখন মনে হচ্ছে যেনো সেই ২০ বছর আগে ফিরে গেছি। সে সময় এই খালের দৃশ্য ছিল ঠিক এমন। রাস্তায় কোনো দোকানপাট ছিল না। মেরাদিয়া হাট থেকে একা একা এই খালপাড় দিয়েই বাড়িতে আসতাম। খালে তীব্র স্রোত ছিল। শতশত মানুষ খালে মাছ ধরতে যেতো। টনি টনি (কয়েক টন মাল ভর্তি) নৌকা খাল দিয়ে চলাচল করত।’

এদিকে নন্দীপাড়া খালে অবৈধ স্থাপনা সরাতে প্রায় অর্ধমাস সময় দিয়েছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন(ডিএসসিসি)। এ সময়ের মধ্যে দখলদারদের তাদের স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছিল। কিন্তু তারা সরায়নি। উপরন্তু উল্টো অভিযান ঠেকাতে বিভিন্ন পাঁয়তারা শুরু করে তারা। তাদের কোনো পাঁয়তারাই সফল হয়নি।

সোমবার বেলা ফুরিয়ে যাওয়ায় উচ্ছেদ স্থগিত করা হয়। মঙ্গলবার সকাল ৯টা থেকে পুনরায় অভিযানে নামবে ডিএসসিসি।

নন্দীপাড়ার এই খালটির বিষয়ে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান দক্ষিণ নগর ভবনে মেয়রের সঙ্গে এক যৌথসভায় বলেন, ‘খালটির অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষে সংস্কারের জন্য একটা প্রকল্প হাতে নেয়া হবে। যার মাধ্যমে খালের হারানো যৌবন ফিরিয়ে আনা সম্ভব হবে।’

বাংলাদেশ