‘জাতির কাছে কি সিগন্যাল দেওয়া হবে’

‘জাতির কাছে কি সিগন্যাল দেওয়া হবে’

প্রসিকিউশন ও আসামি পক্ষের আইনজীবী অনুপস্থিতির কারণে অসেন্তোষ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

অনেকটা বিরক্ত হয়ে ট্রাইব্যুনালের বিচারক বলেছেন, ‘আমরা যদি এখন নেমে যাই তাহলে জাতির কাছে কি সিগন্যাল দেওয়া হবে।’

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাথে অভিযুক্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সোমবার তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণে প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী এবং আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ গঠনে তার আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক অনুপস্থিত থাকায় ট্রাইব্যুনাল এসব কথা বলেন।

পরে দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য দুপুর ২টা পর্যন্ত মূলতবি করেন ট্রাইব্যুনাল।

আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ গঠনের কথা থাকলেও জামায়াতের আইনজীবী প্যানেলের প্রধান ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দেশে না থাকার বিষয়টিও ট্রাইবুন্যালকে অবহিত করেন অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে ২ সদস্যের প্যানেল সোমবারের বিচারকাজ পরিচালনা করছেন। অসুস্থতার কারণে ট্রাইবুন্যালের সদস্য এ কে এম জহির আহমেদ অনুপস্থিত রয়েছেন।

বাংলাদেশ