বিশ্ব মানবতার সেবায় কাজ করছে রেড ক্রিসেন্ট

বিশ্ব মানবতার সেবায় কাজ করছে রেড ক্রিসেন্ট

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগেই নয়, বিভিন্ন ধরনের মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দীর্ঘ সময় ধরে মানবিক সহয়াতা দিয়ে আসছে। মিয়ানমার থেকে আগত শরণার্থীদের সহায়তা প্রদানেও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পাশে থেকে রেড ক্রিসেন্ট কাজ করেছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে দুদিন ব্যাপী এক সভা প্যান প্যাসিফিক সোনাগাঁওয়ে শুরু হয়েছে। মিটিং এ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপনা করা হয়।

রোববার অনুষ্ঠিত পার্টনারশিপ মিটিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার। বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. হাবিবে মিল্লাতসহ ইন্টারন্যাশনাল রেড ক্রস কমিটির বাংলাদেশস্থ কর্মকর্তারা।

তিনি বলেন, রানা প্লাজা ভবন ধ্বস থেকে শুরু করে বিভিন্ন ধরনের অগ্নিকাণ্ড, লঞ্চডুবিসহ রাজনৈতিক-সামাজিক সহিংসতায় আহতদের উদ্ধার, চিকিৎসা ও আর্থিক সাহায্য প্রদানে রেড ক্রিসেন্ট সোসাইটির অবদান অনস্বীকার্য।

উল্লেখ্য, মিটিংয়ে আমেরিকা, বৃটিশ, জার্মান, সুইজারল্যান্ড, ডেনমার্ক, বাহারাইন, সুইডেন, মায়ানমার, সাউথ কোরিয়া, তুরস্ক, ইরান, ইতালি ও অস্ট্রেলিয়া এই সব দেশের জাতীয় রেড ক্রস রেড ক্রিসেন্ট সোসাইটি এবং আন্তর্জাতিক রেড ক্রস কমিটি,  ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস রেড ক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রতিনিধি, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি উপস্থিত রয়েছেন।

বাংলাদেশ