রূলাপী পর্দায় দর্শকরা মিশা সওদাগরকে খল চরিত্রে দেখতে পেলেও বাস্তব জীবনে ঠিক তার উল্টো। শনিবার (৪ এপ্রিল) নারায়ণগঞ্জের ভুলতায় চলচ্চিত্র পরিচালক সমিতির বনভোজনে সংক্ষিপ্ত বক্তব্য দেয়ার সময় মিশা একথা বলেন।
তিনি বলেন, আমি হাজী, পাঁচ ওয়াক্ত নামাজী। এটা হয়তো অনেকেই জানেন না। মজা করে মিশা বলেন, তবে আমি কিছুটা বদমেজাজি আছি।
চলচ্চিত্রের প্রসঙ্গ তুলে মিশা বলেন, চলচ্চিত্র আমাকে অনেক কিছু দিয়েছে। অর্থবিত্ত, খ্যাতি, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সবই। তাই এই চলচ্চিত্রের প্রতি আমি দায়বদ্ধ।
যোগ করে মিশা বলেন, বহির্বিশ্বে আমাদের সংস্কৃতির ভাবমূর্তি তুলে ধরে। তাই আমাদের চলচ্চিত্রের উন্নয়নে সবাইকে মিলে কাজ করতে হবে।
এদিকে আগামী এপ্রিলে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে মিশা এবার সভাপতি পদে লড়বেন। তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ওমর সানি।