ব্রাজিলের সাবেক ফার্স্ট লেডি মারিসা লেটিসিয়া মারা গেছে

ব্রাজিলের সাবেক ফার্স্ট লেডি মারিসা লেটিসিয়া মারা গেছে

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা জানিয়েছেন, দেশটির সাবেক ফার্স্ট লেডি মারিসা লেটিসিয়া দা সিলভা মারা গেছেন।
তিনি শুক্রবার সন্ধ্যায় মারা যান। তার বয়স হয়েছিল ৬৬ বছর।
শনিবার সাও পাওলোতে তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে গত সপ্তাহে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
সাবেক এ ফার্স্ট লেডির বিভিন্ন অঙ্গ দান করা হবে।
এক বিবৃতিতে লুলার মুখপাত্র জানান, ‘লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও তার পরিবার দুঃখের সাথে মারিসা লেটিসিয়া লুলা দা সিলভার মৃত্যুর খবর নিশ্চিত করেন।’
এ খবরের পর আঞ্চলিক নেতারা লুলাকে তাদের শোক বার্তা পাঠান এবং ব্রাজিলের কংগ্রেসে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আন্তর্জাতিক