যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূল থেকে শুক্রবার কানাডার প্রামাণ্য চিত্র নির্মাতা ও রক্ষণশীল রব স্টিওয়ার্টের লাশ উদ্ধার করা হয়েছে। কয়েকদিন আগে হাঙর নিয়ে এক প্রামাণ্য চিত্র তৈরির সময় সমুদ্রের পানিতে ডুব দেয়ার পর তিনি নিখোঁজ হয়েছিলেন।
বার্তা সংস্থা এএফপি জানায়, গত মঙ্গলবার বিকেলে প্রামাণ্য চিত্র তৈরির জন্য ইসলামোরাদা দ্বীপের চার নটিক্যাল মাইল দূরে অ্যালিগেটর রিফ কোরাল রিফে তিন ক্রুসহ তিনি পানিতে ডুব দেন। এরপর স্টিওয়ার্ট (৩৭) নিখোঁজ হন। তবে অন্য তিনজন নিরাপদে উঠে আসেন।
ফ্লোরিডার কোস্ট গার্ড সেভেন ডিস্ট্রিক্টের এক মহিলা মুখপাত্র জানান, শুক্রবার বিকেলে লাশ উদ্ধারের খবর পাওয়া যায়।
তিনি বলেন, স্টিওয়ার্টের সর্বশেষ জ্ঞাত অবস্থান থেকে ৩শ’ ফুট দূর ও ২২০ ফুট গভীর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
কি লারগো ফায়ার ডিপার্টমেন্টের স্বেচ্ছাসেবী ডুবুরি দল লাশটি উদ্ধার করে সেটি স্টিওয়ার্টের বলে জানায়। তবে করোনরের অফিস আনুষ্ঠানিকভাবে লাশের পরিচয় জানাবে।
এর আগে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড স্টিওয়ার্ডের উদ্ধারে তল্লাশি অভিযান স্থগিতের ঘোষণা দেয়।
স্টিওয়ার্ডের মৃত্যুর কারণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তারা কোন মন্তব্য করেননি।