সমুদ্রসীমা: ফখরুলের মন্তব্যের সমালোচনা দীপু মনির

সমুদ্রসীমা: ফখরুলের মন্তব্যের সমালোচনা দীপু মনির

সমুদ্রসীমা নিয়ে সরকারকে দেওয়া ধন্যবাদ ফিরিয়ে নিয়ে বিএনপির দেওয়া বক্তব্যের সমালোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। তিনি বিএনপির মুখপাত্র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাব দেওয়ার পাশাপাশি দলটির সমালোচনা করে বলেছেন, ‘সমুদ্রসীমা নিয়ে বিএনপি ব্যর্থতার পরিচয় দিয়েছে।’

মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা মামলায় রায়ের সাফল্যের জন্য দীপু মনির জন্য শনিবার আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠান শেষে দীপু মনি সাংবাদিকদের এ কথা বলেন।

রাজধানীর পূর্বাণী হোটেলে ‘চাঁদপুর সমাজ ঢাকা’ এদিন সন্ধ্যায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

সমুদ্রসীমা নিয়ে বিএনপি মহাসচিবের শনিবারের দেওয়া বক্তব্য প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে দীপু মনি বলেন, ‘ ন্যায্য সমুদ্রসীমার অধিকার আদায়ে ক্ষমতায় থাকাকালে বিএনপি কোনো চেষ্টাই করেনি। বরং তারা ব্যর্থতার পরিচয় দেয়।’

এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার পর এতো বড় বিজয় নিয়ে এলো আওয়ামী লীগ। তারা (বিএনপি) তো তাদের শাসনামলে এ বিষয়ে কোনো চেষ্টাই করেনি।’

বিএনপির সমালোচনা করে দীপু মনি বলেন, ‘সমুদ্রসীমা নিয়ে আপনারা নিজেদের দায়িত্ব পালন করেননি, সেটা আপনাদের ব্যর্থতা।’

বিএনপিকে সমুদ্রসীমা ইস্যুতে বিরোধিতা না করে ‘দেশের মানুষের আনন্দের এই মুহূর্তে এর ভাগটুকু নিতে যেন ব্যর্থ হবেন না’ বলেও বিরোধীদের পরামর্শ দেন।

শনিবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক অনুষ্ঠানে বলেন, ‘তথ্য উপাত্ত না  জেনেই তারা ধন্যবাদ দিয়েছিলেন। এখন তা তারা তা ‘সংশোধন’ করে ধন্যবাদ ফিরিয়ে নিচ্ছেন।’

প্রসঙ্গত, গত ১৪ মার্চ সমুদ্রসীমা বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায় বাংলাদেশের পক্ষে যায়। এ রায়ের পরদিন বিএনপি পররাষ্ট্র মন্ত্রণালয়কে অভিনন্দন জানানোর পাশাপাশি খালেদা জিয়াও সংসদে সরকারকে অভিনন্দন জানান।

রাজনীতি