পেনশন ও অর্জিত ছুটির প্রায় ৫ লাখ টাকা আদায়ের জন্য মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটালের চেয়ারম্যান অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীসহ হাসপাতালের গভর্নিং বডির ১০ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রোববার ওই হাসপাতালের সাবেক প্রশাসনিক কর্মকর্তা আশরাফ হোসেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে এ মামলা দায়ের করেন।
সংশ্লিষ্ট আদালতের বিচারক মো. মহসিনুল হক বাদীর মামলাটি আমলে নিয়ে বিবাদীগণকে সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হতে সমন জারি করেছেন।
সমন জারি সংক্রান্ত প্রতিবেদনের জন্য আগামী ৭ মে দিন নির্ধারণ করা হয়েছে।
অপর বিবাদীরা হলেন, মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটালের প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক এএম মুজিবুল হক, সদস্য সচিব অধ্যাপক মুজিবুর রহমান, সদস্য অধ্যাপক এম ও কে ওয়াহিদি, অধ্যাপক আনোয়ার হোসেন, অধ্যাপক নাজমা শাহীন, অধ্যাপক মো. ইসমাইল খান, অধ্যাপ গোলাম মইনউদ্দিন, ডা. জাহাঙ্গীর আলম ও অধ্যাপক মো. মোস্তফা।
বাদী তার মামলায় উল্লেখ করেন, ২০০১ সালের ২ অক্টোবরে বাদী প্রশাসনিক কর্মকর্তা হিসেবে মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটালে যোগ দেন। ২০১১ সালের ৩০ সেপ্টেম্বর চাকরিতে ইস্তফা দেন।
বিবাদীগণের প্রতিষ্ঠানে বাদী প্রশাসনিক কর্মকর্তা হিসাবে ১০ বছর চাকরি করায় পেনশন, অর্জিত ছুটি ও অন্যান্য সুবিধাদি মিলিয়ে ৪ লাখ ৯১ হাজার ৫১৫ টাকা পাওনা হন।
বাদী দাবি করেন, বিবাদীগণ তাকে উক্ত টাকা না দিয়ে মনগড়া এক হিসাবের মাধ্যমে ১ লাখ ৪৭ হাজার ৭০৪ টাকা প্রদান করেছেন।
বিবাদীগণের প্রদেয় ১ লাখ ৪৭ হাজার ৭০৪ টাকা নয়, বাদী ৪ লাখ ৯১ হাজার ৫১৫ টাকা পাবার হকদার আদালতের কাছে এমন ঘোষণা চান তিনি।
বাদীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আব্দুল মতিন।