দেশীয় ব্যান্ডসঙ্গীতে ব্যতিক্রমী আমেজ নিয়ে আত্মপ্রকাশ করা ব্যান্ড লালন। এবারের পহেলা বৈশাখকে সামনে রেখে অডিও বাজারে এসেছে এ ব্যান্ডের নতুন অ্যালবাম ‘পাগল’। ২০০৭ সালে ‘বিপ্রতীপ’ আর ২০০৯ সালে ‘ক্ষ্যাপা’র পর এটি তাদের তৃতীয় অ্যালবাম।
লালন ব্যান্ডের তৃতীয় অ্যালবাম ‘পাগল’-এ রয়েছে মোট আটটি গান। এর মধ্যে লালন সাঁইয়ের গান আছে পাঁচটি, শাহ আবদুল করিমের গান রয়ে দুটি আর নাম না জানা এক বাউলের গান আছে একটি।
অ্যালবামটি সম্পর্কে লালন ব্যান্ডের ভোকাল সুমী জানিয়েছেন, ‘আমরা সাঁইজির গান গেয়ে আসছি শুরু থেকেই। নতুন অ্যালবামটিতেও রয়েছে লালনের ছয়টি গান। আমাদের গুরু সফি ম-ল সাঁইজির কিছু গানের সুর পুনরুদ্ধার ও কিছু গানে নতুন সুর আরোপ করে ব্যান্ড লালনকে গাওয়ার সুযোগ করে দিয়েছেন।’ পাগল অ্যালবামে লালন ব্যান্ডের সঙ্গে সফি মন্ডলও একটি গান করেছেন। ‘পাগল‘ অ্যালবামটি বের হয়েছে সাউন্ড মেশিনের ব্যানারে।
লালন ব্যান্ডের বর্তমান লাইনআপ হচ্ছে-
সুমী (ভোকাল), বাপ্পী (গিটার), সালেকিন (গিটার), তুর্য (বেস) ও তিতি (ড্রামস)।