রাগীব আলী ও তার ছেলের ১৪ বছরের কারাদণ্ড

রাগীব আলী ও তার ছেলের ১৪ বছরের কারাদণ্ড

সিলেটে বহুল আলোচিত শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইকে পৃথক চারটি ধারায় মোট ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার বিকেল ৩টা ০৫ মিনিটে আলোচিত এই মামলার রায় দেন সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরু।

দণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।

দণ্ডিত রাগীব আলী আঞ্চলিক দৈনিক সিলেটের ডাকের সম্পাদকমণ্ডলীর সভাপতি ও তার ছেলে আবদুল হাই ওই পত্রিকার সম্পাদক।

তারা গ্রেফতার হওয়ার পর পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্বপালন করছেন তার ভাতিজা আবদুল হান্নান।

এর আগে, বৃহস্পতিবার বেলা ১১টা ৩ মিনিটে পুলিশ ভ্যানে রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরুর আদালতে হাজির করা হয়।

জেলা সংবাদ