ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে জাপান

ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে জাপান

চলতি মাসে উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণ পরিকল্পনার প্রতিক্রিয়া স্বরূপ জাপান রাজধানী টোকিওতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে।

তারা টোকিওতে ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে এবং ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধী ক্ষেপণাস্ত্রবাহী (ইন্টারসেপটর মিসাইল) ডেস্ট্রয়ার টোকিওর উদ্দেশে যাত্রা করেছে বলে জানা গেছে।

উল্লেখ্য, উত্তর কোরিয়া বলছে তারা ১২ এবং ১৬ এপ্রিল শান্তিপূর্ণ বৈজ্ঞানিক গবেষণার উদ্দেশ্যে একটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করবে। ১৫ এপ্রিল উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা নেতা কিম ইল সুংয়ের শততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তারা এ পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছে।

কিন্তু যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দাবি, পিয়ংইয়ং বৈজ্ঞানিক গবেষণার আড়ালে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে।

জানা গেছে, টোকিওর বিশাল এলাকায় তিনটি সামরিক স্থাপনায় গত শনিবার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয় পূর্ব চীন সাগরে ইন্টারসেপটর মিসাইলবাহী তিনটি আয়েগিস ডেস্ট্রয়ার পাঠিয়েছে।

এদিকে জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণ জাপান সীমান্তে হুমকি মনে হলে সেটি ভূপাতিত করার জন্য প্রতিরক্ষা বাহিনীকে সবুজ সংকেত দিয়েছেন।

উল্লেখ্য, ২০০৯ সালেও উত্তর কোরিয়ার দূরপাল্লার রকেট উৎক্ষেপণের আগে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছিল জাপান।

ওই রকেটটির মাধ্যমে একটি কৃত্রিম উপগ্রহ কক্ষপথে স্থাপনের কথা জানিয়েছিল উত্তর কোরিয়া। রকেটটি অবশ্য শেষ পর্যন্ত কোনো দুর্ঘটনা ছাড়াই জাপান সীমান্ত দিয়ে উড়ে যায়।

আন্তর্জাতিক