মধুর প্রতিশোধ সেরেনার

মধুর প্রতিশোধ সেরেনার

সাবেক বিশ্বসেরা সেরেনা উইলিয়ামসের এক সময় সখ্য ছিলো শুধু জয়ের সঙ্গে। সময় পাল্টেছে। জয়ের জায়গায় সে স্থান দখল করেছে চোট ও বাজে পারফরমেন্স। এই কারণে গত মৌসুমে আলোচনার বাইরে ছিলেন মার্কিন তারকা। সবকিছু ছেড়ে ফেলে এ মৌসুমে ফ্যামিলি সার্কেল কাপে নিজেকে ফের চিনিয়েছেন। নিশ্চিত করেছেন প্রতিযোগিতার ফাইনাল।

গত মৌসুমে ইউএস ওপেনের ফাইনালে অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসুরের কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নেন সেরেনা। কিন্তু সার্কেল কাপে নতুন সেরেনাকে পরখ করেছেন স্টোসুর। প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই স্টোসুর পাত্তাই পাননি ১৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনার কাছে।

অস্ট্রেলিয়ান তারকাকে ধরাশায়ী করতে এক ঘণ্টারও কম সময় নেন ৩০ বছর বয়সী সেরেনা। প্রথম সেটে ৬-১ এবং দ্বিতীয় সেটেও একই গেমের ব্যবধ‍ানে জিতে ফাইনালে উঠেন তিনি। শিরোপার লড়াইয়ে মার্কিন তারকা মুখোমুখি হবেন লুচি সাফারোভার।

খেলাধূলা