ষড়যন্ত্রকারীদের সঙ্গে আপস নয় : মোজাম্মেল হক

ষড়যন্ত্রকারীদের সঙ্গে আপস নয় : মোজাম্মেল হক

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলছেন, যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে তখন ষড়যন্ত্রকারীরা দেশে বোমা হামলা, বিদেশিদের হত্যা ও মুসলমানদের হত্যা করছে। তাই ষড়যন্ত্রকারীদের সঙ্গে কোনো আপস নয়।

মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মন্ত্রী বলেন, ভুয়া মুক্তিযোদ্ধারা যাতে মুক্তিযোদ্ধাদের তালিকায় উঠতে পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। আগামি জুন মাসের মধ্যে প্রত্যেক মুক্তিযোদ্ধা দুই মাসের বোনাস হিসেবে ২০ হাজার টাকা করে পাবে।  বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের ভাতা তিন হাজার থেকে ১০ হাজার টাকায় উন্নীত করেছে।

মুক্তিযোদ্ধাদের উদ্দেশে আ ক ম মোজাম্মেল হক বলেন, আপনারা যারা জীবিত আছেন তারা এক সময় মারা যাবেন। মৃত মুক্তিযোদ্ধাদের সকলের কবর একই ডিজাইনের হবে। ৫০ বছর কিংবা ১০০ বছর পর একটা কবর দেখেই যেন মানুষ বলতে পারে এটা একটা মুক্তিযোদ্ধার কবর।

গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. সগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা শিল্পপতি জেড এইচ সিকদার, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহমুদ রেজা খান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক আব্দুল হাকিম, শরীয়তপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ আহম্মেদ, গোসাইরহাট উপজেলা চেয়ারম্যান ও গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা কামান্ডার এম এ ছাত্তার খান, গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান, গোসাইরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান মো. শাহজাহান সিকদার ও গোসাইরহাট উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আহম্মদ আকন প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা সংবাদ