খুলনায় চিকিৎসক হত্যা মামলায় একজনের ফাঁসি

খুলনায় চিকিৎসক হত্যা মামলায় একজনের ফাঁসি

খুলনা মহানগরীর ফুলবাড়ী এলাকার মৈত্রী নার্সিং হোম এর চিকিৎসক গৌরাঙ্গ দাসকে কুপিয়ে হত্যার দায়ে একই ক্লিনিকের ওয়ার্ড বয় রাসেল ঢালীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোসা. দিলরুবা সুলতানা এই রায় দেন। এসময় আসামি রাসেল ঢালী আদালতে উপস্থিত ছিলেন।

অতিরিক্ত মহানগর দায়রা জজ আাদালতের অতিরিক্ত পিপি বিরেন্দ্র নাথ সাহা বলেন, মৈত্রী নার্সিং হোম এর সেবিকা সুজাতার সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন রাসেল। একাজে তাদেরকে বাধা দেন চিকিৎসক গৌরাঙ্গ দাস। এতে ক্ষিপ্ত হয়ে ২০১৩ সালের ১১ নভেম্বর রাসেল ঢালী গৌরাঙ্গ দাসকে কুপিয়ে হত্যা করে।

এই ঘটনায় একই দিনে নিহতের স্ত্রী মিতারাণী ভৌমিক বাদী হয়ে নগরীর খানজাহান আলী থানায় মামলা দায়ের করেন।

মামলার অভিযোগ পত্র দাখিলের পর বিচার শুরু হলে আদালত ১৭ জন সাক্ষির সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য প্রমাণে আসামি রাসেল ঢালীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণীত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ড দেন।

জেলা সংবাদ