মুক্তির ইতিহাস শুনলো বিএএফ শাহিনের শিক্ষার্থীরা

মুক্তির ইতিহাস শুনলো বিএএফ শাহিনের শিক্ষার্থীরা

প্রাণ-আরএফএল গ্রুপের জিম-জলি টয়েস নিবেদিত মুক্তিযুদ্ধের গল্প শুনেছে বাংলাদেশ এয়ার ফোর্স শাহিন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

মুক্তির আলো প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে ‘আরএফএল জিম অ্যান্ড জলি টয়েস’ নিবেদিত ‘মুক্তির ইতিহাস শোনো’ শীর্ষক এই আয়োজনের সহযোগিতায় রয়েছে প্রাণ পটেটো ক্র্যাকারস। এই প্রথম সারা বাংলাদেশে, ৭১-এর ইতিহাস, ৭১টি স্কুলে শোনানোর জন্য এই পদক্ষেপের সার্বিক আয়োজনে আছে আমরা মানুষ ফাউন্ডেশন।

মঙ্গলবার শাহিন স্কুল অ্যান্ড কলেজে ‘মুক্তির ইতিহাস শোনা’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রণাঙ্গনের দুই মুক্তিযোদ্ধা স্মৃতির পাতা থেকে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনান। এছাড়াও শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের ওপর নির্মিত ভিডিও প্রদর্শন, ম্যাজিক শো, খেলা, চিত্রাঙ্গন, রচনা, কুইজ প্রতিযোগিতাসহ ছিলো নানা আয়োজন ।

প্রাণ পটেটো ক্রাকারসের সহযোগিতায় অনুষ্ঠানের মিডিয়া পার্টনার জাগোনিউজ২৪.কম, জাগো এফএম এবং বৈশাখী টেলিভিশন। অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধায়কের দায়িত্বে রয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যতে সরাসরি যুদ্ধের গল্প শুনে কোমলমতি শিশুরা দেশপ্রেমে আরও উদ্ধুদ্ধ হতে পারে। অনুষ্ঠানের শুরুতে স্কুল প্রাঙ্গনে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং স্কুল ও জাতীয় পতাকা উত্তলন করা হয়। পরে অডিটরিয়ামে মূল অনুষ্ঠান শুরু হয়।

Muktir
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, আমাদের সামনে উপস্থিত এসব শিক্ষার্থীই দেশের হবু মালিক, তারাই একসময় দেশ চালাবে। সে কারণে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি জানতে হবে। এ দেশের প্রতিটি মাটিতে রক্তের দাগ মিশে আছে, যাদের রক্তে আমরা মহান স্বাধীনতা পেয়েছি তাদেরকে আমাদের স্মৃতিতে ধারণ করতে হবে। সে লক্ষ্যে আজকের এই ‘মুক্তির ইতিহাস শোনো’ কার্যক্রম আসলেই প্রশংসার দাবিদার।

অনুষ্ঠানে প্রাণ ফুডস লিমিটেডের জিএম (অপারেশন) আলী আহসান আলম বলেন, আজকের এমন উদ্যোগের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীরা দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আগামীতে দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে। সরাসরি মুক্তিযুদ্ধের গল্প শুনে শিশুরা যেন দেশপ্রেমে আরও উদ্ধুদ্ধ হতে পারে সে কারণে এই আয়োজন। আর এমন মহৎ উদ্যোগের সঙ্গে আমরা সবসময়ই থাকতে চাই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজের পরিচালক রাসেল আহমেদ তুহিন, বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ আমিরুল এহসান, আমরা মানুষ ফাউন্ডেশনের উপদেষ্টা রাশেক রহমান, আরএফএল প্লাস্টিকের হেড অফ মার্কেটিং আরাফাতুর রহমান, প্রাণ ফুডসের পক্ষে রাকিবুল ইসলাম লেলিনসহ শতাধিক মুক্তিযোদ্ধা।

বাংলাদেশ