ঢাকায় চীনের নবনিযুক্ত রাষ্ট্রদূত লি জুনকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশের সাম্যবাদী দল। রোববার দুপুরে রাজধানীর রূপসী বাংলা হোটেলে এ সংবর্ধনায় দেশের বিভিন্ন বাম দলের নেতারা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে শিল্পমন্ত্রী ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন, সংসদ সদস্য হাসানুল হক ইনু, সিপিবির সভাপতি মঞ্জুরুল আহসান খান প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন সাম্যবাদী দলের পলিটব্যুরো সদস্য ধীরেন সিংহ। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে চীনা রাষ্ট্রদূত লি জুন বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নানাদিক তুলে ধরেন।
রাষ্ট্রদূত বলেন, ”বাংলাদেশের অবকাঠামোসহ আর্থ সামাজিক উন্নয়নে চীন আগের মতোই ভূমিকা রাখতে আগ্রহী।”
তিনি বলেন, চীনে বাংলাদেশের পণ্য রপ্তানি আগের চেয়ে বাড়ছে। ২০১১ সালে চীন ও বাংলাদেশের রফতানির পরিমাণ ছিল ৮ দশমিক ২৭ বিলিয়ন ডলার।
বাংলাদেশের প্রায় ৪ হাজার ৩০০ পণ্য চীন শুল্কমুক্ত সুবিধা দিয়ে থাকে বলেও রাষ্ট্রদূত জানান।