মালয়েমিয়ার সঙ্গে এমওইউ সমঝোতা স্মারক সইয়ের পর বিস্তারিত আলোচনা করে পদ্মা সেতুর কাজ ১০ মাসের মধ্যে শুরু করা হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, আগামী ১০ মাসের মধ্যে পদ্মা সেতুর কাজ শুরু করা হবে এবং এর অর্থায়নের কোনো সমস্যা হবে না।
রোববার সড়ক ভবনে মালয়েশিয়া সরকারের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা জানান।
অন্যদিকে রোববার অর্থমন্ত্রী বলেছেন, মালয়েশিয়ার সঙ্গে যে স্মারক সই হচ্ছে, তাতে পদ্মা সেতু নেই।
মন্ত্রী জানান, আগামী মঙ্গলবার দুপুরে (মালয়েশিয়া সময়) সমঝোতা স্মারক সই হবে। রোববার রাতে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করা হবে। ইআরডি সচিব ইকবাল মাহমুদ, সেতু সচিব খোন্দকার আনোয়ারুল ইসলাম, পদ্মা সেতু প্রকল্প পরিচালক শফিকুল ইসলামসহ চার সদস্যের প্রতিনিধি দল এ চুক্তি করতে যাচ্ছে।
বিল্ট ওন অপারেট অ্যান্ড ট্রান্সফার পদ্ধতিতে পদ্মাসেতু নির্মাণ করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আলাপ আলোচনা করে মালয়েশিয়ার সঙ্গে বিস্তারিত চুক্তি করা হবে।’