সমুদ্রসীমা নিয়ে বিএনপির বক্তব্য লজ্জাজনক: দীপু মনি

সমুদ্রসীমা নিয়ে বিএনপির বক্তব্য লজ্জাজনক: দীপু মনি

মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা মামলায় রায় নিয়ে বিএনপির তরফ থেকে সরকারকে দেওয়া ধন্যবাদ প্রত্যাহার করে নেওয়া প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নিজের নাক কেটে যারা অপরের যাত্রা ভঙ্গ করে তাদের লজ্জাজনক, নেতিবাচক ও ন্যক্কারজনক বক্তব্যের জবাব দেওয়ার প্রয়োজন নেই।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে রোববার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধে বিদেশিদের সম্মাননা, যুক্তরাষ্ট্রের সঙ্গে কাঠামো চুক্তি ও সামরিক সহযোগিতা সংলাপ এবং সমুদ্রসীমা বিষয় নিয়ে বক্তব্য রাখেন দীপু মনি।

এক প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, ‘সমুদ্রসীমা মামলার রায় নিয়ে গোপনীয়তার কিছু নেই। সবকিছুই আন্তর্জাতিক আদালতের ওয়েবসাইটে রয়েছে।’

বাংলাদেশ