অভিনেতা রওনক হাসানের আরেক পরিচয়, তিনি একজন নাট্যকার। তার লেখা একাধিক নাটক পেয়েছে দর্শকপ্রিয়তা। এবার রওনক হাসান আত্মপ্রকাশ করলেন পরিচালক হিসেবে। তার পরিচালনায় সম্প্রতি শুরু হয়েছে টেলিছবি ‘রচিমম ফাল্গুনী’-এর শুটিং। রবীন্দ্র জন্ম-জয়ন্তীতে প্রচারের উদ্দেশ্যে এই টেলিছবিটির চিত্রনাট্য রচনা করেছেন রওনক হাসান নিজেই।
পরিচালক হিসেবে আত্মপ্রকাশ প্রসঙ্গে রওরক হাসান বাংলানিউজকে বলেন, প্রথমবার টেলিছবি পরিচালনা করছি। খুব এনজয় করছি। অনেকদিন অভিনয় করছি। অনেক নাটকও লিখেছি। সেই অভিজ্ঞতা থেকেই এবার পরিচালনায় এসেছি। আশা করছি কাজটি ভালো হবে।
‘রচিমম ফাল্গুনী’ নামের টেলিছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রওনক হাসান, ওয়াহিদা মল্লিক জলি, ঋতু সাত্তার, আব্দুল্লাহ রানা, তিশা, মৌসুমী, পলাশসহ অনেকেই।
ঢাকা, ফরিদপুর ও শ্রীমঙ্গলে এর চিত্রায়ন কাজ চলছে। টেলিছবির গল্প গড়ে উঠেছে, রবীন্দ্রার্থ ঠাকুরের সৃষ্ট কিছু গল্প ও কবিতার চরিত্র নিয়ে।
টেলিছবিটির গল্প প্রসঙ্গে রওনক হাসান বলেন, আমার প্রিয় লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে প্রচারের ইচ্ছায় এ টেলিছবি নির্মাণ করছি। অবশ্যই তার গল্প বা তার ছায়া থাকবেই। তেমনি তার গল্প ও সৃষ্টির সাথে নিজের ভাবনায় এ টেলিছবিটির গল্প সাজিয়েছি। আশা করছি গল্পটি সবার পছন্দের হবে।