খেয়াল উৎসব শুরু মঙ্গলবার

খেয়াল উৎসব শুরু মঙ্গলবার

প্রতিবছরের ন্যায় এবারো অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা খেয়াল উৎসব। খেয়াল উৎসব শুরু হবে আগামী মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা হয়ে ১ ফেব্রুয়ারি সকাল ৯টা পর্যন্ত।

রোববার চ্যানেল আই ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। খেয়াল উৎসবে অংশ নেবে ঢাকা বিশ্ববিদ্যলয়ের সঙ্গীত বিভাগসহ ৩৪টি সঙ্গীত প্রতিষ্ঠান ও ১৫০জন শিল্পী। উৎসবের প্রধান আকর্ষণ হবে নবীন শিল্পীদের অংশগ্রহণ।

এসময় উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, সঙ্গীতজ্ঞ আজাদ রহমান ও ফেরদৌস আরা। শাইখ সিরাজ বলেন, চ্যানেল আই সবসময় শুদ্ধসঙ্গীত চর্চা করে আসছে, যাতে সঙ্গীতের আরও প্রসার হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন লিত্ত জে বাড়ৈই, ড. নাশিদ কামাল, ড. লিনা তাপসী খান, করিম শাহাবুদ্দীন, অনিল কুমার সাহা প্রমুখ।

বাংলাদেশ