রাজশাহী নগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৪৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
এর আগে শুক্রবার রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে রাজশাহী মহানগর পুলিশের বিভিন্ন ইউনিট।
গ্রেফতারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন ১৭। এছাড়া অন্যান্য মামলায় ২৫ জন গ্রেফতার করা হয়। অভিযানে ৭ গ্রাম হেরোইন, ৫ পিচ ইয়াবা এবং ২০০ গ্রাম গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকেও গ্রেফতার করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম জানান, বিশেষ ওই অভিযানে নগরীর বোয়ালিয়া মডেল থানা ২১জন, রাজপাড়া থানা ১৬ জন, মতিহার থানা ৮ জন এবং শাহমখদুম থানা একজনকে গ্রেফতার করে। শনিবার দুপুর আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।