২৪ বছরে একটি বিচার

২৪ বছরে একটি বিচার

সড়ক দুর্ঘটনার বিচার প্রসঙ্গে কথা বলতে গিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক বলেছেন, গত ২৪ বছরে এদেশে কেবল একটি দুর্ঘটনার বিচার ছাড়া আর কোনো বিচার তেমনভাবে হয়নি। তাও আন্তর্জাতিক একটি সংস্থা এ দুর্ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে এ বিচার হয়েছে।

শনিবার নিরাপদ সড়ক চাই নিসচার ৭ম সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর নাট্য মঞ্চে এ সমাবেশ অনুষ্ঠিত হয।

মেয়র বলেন, আইন শক্ত হতেই হবে। আইন শক্ত হওয়ার জায়গায় আমাদের কিছু রাজনৈতিক প্রতিবন্ধকতা রয়েছে। আইন যদি দায়িত্বশীলতার সঙ্গে পালন করা হয় তাহলে দুর্ঘটনা একেবারেই কমে যাবে।

পথ যেন হয় শান্তির মুত্যুর নয়- এ স্লোগানে নিরাপদ সড়ক চাই-এর সারা দেশের কর্মীদের উজ্জীবিত এবং দক্ষতা বৃদ্ধি ও দিক নির্দেশনার লক্ষ্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সড়ক ও সেতু মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব শফিকুল ইসলাম, নিরাপদ সড়ক চাই-এর সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন,  আহ্বায়ক সৈয়দ এহসানুল হক কামাল প্রমুখ।

বাংলাদেশ