অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলেই বাংলাদেশকে টপকে চলে যেতো র্যাংকিংয়ের সাত নম্বরে। তবে উল্টো ৪-১ ব্যবধানে সিরিজ হেরে হুমকির মুখে পড়েছে ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশগ্রহণ।
দ্বাদশ ওয়ানডে বিশ্বকাপের আসর বসবে ২০১৯ সালের ৩০ মে। তার আগে ক্রিকেট বিশ্বের চোখ থাকবে ৩০ সেপ্টেম্বরের র্যাংকিংয়ের দিকে। কারণ এ বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে স্বাগতিক ইংল্যান্ডের সঙ্গে র্যাংকিংয়ের শীর্ষ সাতটি দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।
এ সিরিজ হেরে আগের মতোই বাংলাদেশ থেকে দুই পয়েন্ট পিছিয়ে ও ওয়েস্ট ইন্ডিজের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে তারা। তাই আট নম্বরে থাকা পাকিস্তান হুমকির মুখেই।
আইসিসি ওয়ানডে র্যাংকিং:
১। অস্ট্রেলিয়া ১২০ (-)
২। দক্ষিণ আফ্রিকা ১১৬
৩। ভারত ১১২ (+১)
৪। নিউজিল্যান্ড ১১১
৫। ইংল্যান্ড ১০৭ (-)
৬। শ্রীলংকা ১০১
৭। বাংলাদেশ ৯১
৮। পাকিস্তান ৮৯ (-)
৯। ওয়েস্ট ইন্ডিজ ৮৭
১০। আফগানিস্তান ৫২