বাংলাদেশের ভিসা পেতে এখন থেকে অনলাইনে আবেদন করতে হবে ভারতীয়দের। কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গত শুক্রবার (২৭ জানুয়ারি) থেকে এই নতুন নিয়ম কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লেখিত তারিখ থেকে ভারতীয়দের অনলাইনের মাধ্যমে বাংলাদেশের ভিসার জন্য আবেদন করতে visa.gov.bd অথবা bdhc-kolkata.org ওয়েবসাইট ভিজিট করতে হবে। মেশিন রিডেবল ভিসার (এমআরভি) আবেদনপত্র অনলাইনে পূরণ করতে হবে। এরপর এটি প্রিন্ট নিয়ে যথাস্থানে স্বাক্ষর করে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রসহ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের ভিসা কাউন্টারে জমা দিতে হবে। ছুটির দিন ছাড়া প্রতিদিন এসব নথিপত্র জমা দেওয়া যাবে ভারতের সময় সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টার মধ্যে।
এছাড়া ভুয়া তথ্য দাখিল করলে বাংলাদেশ ভ্রমণে আবেদনকারীর ওপর একাধিক বছরের নিষেধাজ্ঞা জারি হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।