হলি আর্টিসানের ঘটনার পর বাংলাদেশে অবস্থানরত জাপানিদের নিরাপত্তায় সরকার যে সহায়তা করেছে টোকিও তাতে সন্তুষ্ট বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবি।
বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে বৈঠক শেষে রাষ্ট্রদূত সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, বাণিজ্যমন্ত্রীর সঙ্গে দুই দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বড়াতে আগ্রাহী জাপান।
এ সময় বাণিজ্যমন্ত্রী জানান, বর্তমানে ২৪০টি জাপানি কোম্পানি বাংলাদেশে কাজ করছে। জাপান-বাংলাদেশ দিপক্ষীয় বাণিজ্য এখন প্রায় ২.৫ বিলিয়ন ডলার। যা প্রতি বছরই বাড়ছে।
তিনি আরও বলেন, দুই ধরনের পণ্য (লেদার হ্যান্ডিক্রাপ্ট ও আর্মস) ছাড়া জাপান আমাদের সব পণ্য শূল্কমুক্ত রফতানির সুযোগ দিয়ে থাকে। আমরা রাষ্ট্রদূতের মাধ্যমে জাপানি উদ্যোক্তাদের বাংলাদেশে আরো বেশি বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছি। দেশে যে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠছে প্রয়োজনে জাপানি বিনিয়োগকারীদের একটি দিয়ে দেবো। বিনিয়োগের জন্য জাপানকে সব ধরনের সুবিধা দেয়া হবে।
তোফায়েল আহমেদ বলেন, হলি আর্টিসানের ঘটনায় জাপানের ৭ নাগরিক নিহত হয়েছিলেন। আমরা সে জন্য দুঃখ প্রকাশ করেছি। এখন বাংলাদেশের অবস্থা সম্পূর্ণ স্বাভাবিক। হলি আর্টিসান, কল্যাণপুর ও শোলাকিয়াসহ কয়েকটি জায়গায় যে সন্ত্রাসী কার্যকালাপ হয়েছিল সেটা আমরা নির্মূল করতে সক্ষম হয়েছি। ফলে দেশে এখন শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।