‘জঙ্গিদের সুপথে ফেরাতে সহায়তা করছেন হাফিজ’

‘জঙ্গিদের সুপথে ফেরাতে সহায়তা করছেন হাফিজ’

লস্কর-ই-তৈয়বার প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদ জঙ্গিদেরকে মৌলবাদী তৎপরতা থেকে সুপথে ফেরাতে পাকিস্তানকে সহায়তা করছেন। পাকিস্তানের শীর্ষ এক সন্ত্রাস বিরোধী কর্মকর্তা শুক্রবার একথা বলেছেন।

যুক্তরাষ্ট্র হাফিজ সাঈদের মাথার দাম ১ কোটি ডলার ঘোষণার পর একথা জানাল পাকিস্তান। ২০০৮ সালে ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার জন্য হাফিজ ও তার জঙ্গি দল লস্কর ই তৈয়বাকে দায়ী করা হয়ে আসছে।

পাকিস্তানের সঙ্গে উত্তেজনাকর সম্পর্কের মধ্যেই দু’দিন আগে হাফিজকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এতে করে হাফিজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পাকিস্তানের ওপর চাপ বাড়ছে।

কিন্তু অকাট্য কোনো তথ্যপ্রমাণ ছাড়া হাফিজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে ইতোমধ্যেই অপারগতা প্রকাশ করেছে পাকিস্তান।

এ পরিস্থিতির মধ্যে শুক্রবার সন্ত্রাসবিরোধী ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন, “সাবেক জিহাদিদেরকে উগ্রপন্থা থেকে ফিরিয়ে এনে পুনর্বাসনের ব্যবস্থা করা এবং তাদের প্রতি পূর্ণ সহযোগিতার হাত বাড়ানোর পাঞ্জাব সরকারের কর্মসূচিতে রাজি হয়েছেন হাফিজ সাঈদ।” একাজের জন্য হাফিজকে অর্থকড়ি দেওয়া হচ্ছে না বলেও জানান তিনি।

জঙ্গি তৎপরতার তদন্তে জড়িত পাঞ্জাবের এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাও নিশ্চিত করে জানিয়েছেন যে, সাঈদ ও তার সমর্থকরা জঙ্গিদেরকে সমাজের সুশৃঙ্খল নাগরিকে পরিণত করার চেষ্টায় সহায়তা করছেন।

সাঈদের নেতৃত্বাধীন দাতব্য সংগঠনের কথা উল্লেখ করে তিনি রয়টার্সকে বলেন, জামাত উদ দাওয়ার সঙ্গে কথা হয়েছে। তারা জঙ্গিদের সুপথে ফিরিয়ে আনার পরিকল্পনায় সায় দিয়েছে এবং এ ব্যাপারে কাজ করে যাওয়ার নিশ্চয়তা দিয়েছে।

আন্তর্জাতিক