ডিএসইতে ২১০০ কোটি টাকার লেনদেন

ডিএসইতে ২১০০ কোটি টাকার লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কর্যদিবস সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ২ হাজার ১৮০ কোটি ৭৯ লাখ টাকা। যা আগের কার্যদিবসের তুলনায় ৫১২ কোটি ৪১ লাখ টাকা বেশি। আর ২০১০ সালের ৬ ডিসেম্বরের পর সর্বোচ্চ।

লেনদেনের পাশাপাশি এদিন মূল্য সূচকেও বড় ধরনের উত্থান হয়েছে। প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় বেড়েছে ৬৬ পয়েন্ট। এ নিয়ে টানা তিন কার্যদিবস বাড়লো ডিএসইর মূল্যসূচক।

বাজার পর্যালোচনায় দেখা য়ায়, সোমবার ডিএসইতে মূল্যসূচকের উর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। লেনদেনের প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫০ পয়েন্ট বেড়ে যায়। সূচকের এ উর্ধ্বমুখী প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে। দিনের লেনদেন শেষে ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে ১৫৯টির দাম বেড়েছে। অপরদিকে ১৪২টির দাম কমেছে এবং ২৭টি কোম্পানির দাম অপরিবর্তিত রয়েছে।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। এদিন কোম্পানির ৬৭ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা বারাকা পাওয়ারের ৬২ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৪৩ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ইসলামী ব্যাংক।

লেনদেনে এরপর রয়েছে- লংকাবাংলা ফাইন্যান্স, লাফার্জ সুরমা সিমেন্ট, এবি ব্যাংক, সাইফ পাওয়ার, ইফাদ অটোস, সিটি ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক।

সোমবার ডিএসইতে দাম বাড়ার শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- ফরচুন সুজ, ইসলামী ব্যাংক, ফনিক্স ফাইন্যান্স, আল-আরাফা ইসলামী ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, পূবালী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, কাশেম টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল এবং সাউথইস্ট ব্যাংক।

অপরদিকে দাম কমার শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- সিভিওপিআরএল, সমতা লেদার, রহিমা ফুড, বিডি অটোকারস, বেক্সিমকো সিনথেটিক্স, সোনারগাঁ টেক্সটাইল, ইস্টার্ন লুব্রিকেন্টস, কেডিএস, মিরাকল ইন্ডাট্রিজ ও বাংলাদেশ সিপিং কর্পোরেশন।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স সূচক ১৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৬৪৬ পয়েন্টে। এদিন সিএসইতে ১১৯ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সিএসইতে লেনদেন হওয়া ২৬৯টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ১৩০টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।

অর্থ বাণিজ্য