ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে মার্চ মাসের বেতন পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দপ্তরের কর্মকর্তারা।
এ পদ্ধতিতে চেক গ্রহণ ও জমা নয়, সরাসরি বেতনের টাকা জমা হয়েছে তাদের ব্যাংক হিসাবে।
এত দিন হিসাব মহানিয়ন্ত্রকের দপ্তরের ইস্যু করা চেকের মাধ্যমে সরকারি বেতন/ভাতাদি পরিশোধ করা হত।
সরকারের অন্যান্য মন্ত্রী এবং অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারাও তাদের বেতন-ভাতা ইএফটির মাধ্যমে পেয়েছেন বলে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার পদ্ধতি চালু হওয়ার পর প্রথম দিকে রেমিটেন্সের অর্থ বিতরণ, ব্যাংকসহ বিভিন্ন কোম্পানির লভ্যাংশ প্রদান এবং স্থানীয় অর্থ স্থানান্তরের মধ্যে এর ব্যবহার সীমাবদ্ধ ছিল।
ইএফটির মাধ্যমে লেনদেন দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী হওয়ায় ক্রমান্বয়ে তা জনপ্রিয় হয়ে উঠেছে উল্লেখ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
সরকারের অন্যান্য মন্ত্রণালয়ের কর্মকর্তা/কর্মচারীদের বেতনও ক্রমান্বয়ে চেকের পরিবর্তে ইএফটিতে পরিশোধের উদ্যোগ সরকার ও বাংলাদেশ ব্যাংক নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।