জাম্মেহ দেশ ছাড়ার পর ‘কোটি ডলার’ নিখোঁজ

জাম্মেহ দেশ ছাড়ার পর ‘কোটি ডলার’ নিখোঁজ

দীর্ঘ সময় ধরে গাম্বিয়া শাসন করা ইয়াহিয়া জাম্মেহ দেশ ছাড়ার পর রাষ্ট্রীয় কোষাগার থেকে ১১ মিলিয়ন বা ১ কোটি ১০ লাখ ডলারের বেশি অর্থ নিখোঁজ রয়েছে বলে দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট আদামা বারোর একজন উপদেষ্টা জানিয়েছেন।

উপদেষ্টা মাই আহমেদ ফাত্তি বলছেন,আর্থিক খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণের চেষ্টা করছেন।

দীর্ঘ ২২ বছরের শাসনামল পেরিয়ে শনিবার রাতে দেশত্যাগ করেন জাম্মেহ। দেশত্যাগের সময় জাম্মেহকে বিলাসবহুল গাড়ি এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র একটি কানাডীয় মালবাহী বিমানে করে নিয়ে যেতে দেখা যায়।

সম্প্রতি গাম্বিয়ায় অনুষ্ঠিত নির্বাচনের ফল মেনে নিতে অস্বীকৃতি জানালে আঞ্চলিক নেতাদের মধ্যস্থতায় ও সামরিক বাহিনীর চাপে দেশ ছাড়তে বাধ্য হন জাম্মেহ। দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট আদামা বারো এ মুহূর্তে প্রতিবেশী দেশ সেনেগালে রয়েছেন। তিনি কবে দেশে ফিরবেন তা এখনও নিশ্চিত নয়।

এদিকে পশ্চিম আফ্রিকান সেনা সদস্যরা রোববার গাম্বিয়ার রাজধানী বানজুলে প্রবেশ করেছেন এবং তারা প্রেসিডেন্টের আগমনের জন্য সব রকমের প্রস্তুতি নিচ্ছেন। সেনা সদস্যরা যখন প্রেসিডেন্টের বাসভবনে প্রবেশ করছিলেন তখন সাধারণ জনতাকে বাইরে উল্লাস করতে দেখা যায়।

আফ্রিকার পাঁচ জাতির সম্মিলিত সেনাদের নেতৃত্ব দানকারী সেনেগালের জেনারেল জানান, তারা কৌশলগত দিকগুলো নিয়ন্ত্রণ করছেন যাতে গাম্বিয়ার জনগণ নিরাপদ থাকতে পারেন এবং  প্রেসিডেন্ট আদামা বারো সঠিকভাবে তার দায়িত্ব পালন করতে পারেন।

উপদেষ্টা মাই আহমেদ ফাত্তি সেনেগালের রাজধানী ডাকারে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘গাম্বিয়া এই মুহূর্তে চরম অর্থনৈতিক সংকটে রয়েছে। জাম্মেহ দেশ ছাড়ার আগে দুই সপ্তাহে ১১ মিলিয়ন ডলারের বেশি অর্থ সরিয়েছেন। রাষ্ট্রীয় কোষাগার এই মুহূর্তে কার্যত শূন্য।’

তবে নিরপেক্ষ সূত্র থেকে মাই আহমেদ ফাত্তির এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

গত ১ ডিসেম্বরে গাম্বিয়ায় অনুষ্ঠিত নির্বাচনের ফল প্রাথমিকভাবে মেনে নিলেও পরে ‘অনিয়মের’ অভিযোগ তুলে পুনরায় নির্বাচনের দাবি জানান জাম্মেহ। তার এই সিদ্ধান্ত বিশ্বব্যাপী নিন্দিত হয় এবং জাতিসংঘ সাহায্যপুষ্ট পশ্চিম আফ্রিকার দেশগুলোর অর্থনৈতিক জোট (ইকোওয়াস) তাকে নিজ থেকে সরে যেতে বলে। অন্যথায় তাকে জোরপূর্বক ক্ষমতাচ্যুত করা হবে বলে আলটিমেটাম দেওয়া হয়। সূত্র: বিবিসি

– See more at: http://bangla.samakal.net/2017/01/23/265024#sthash.ymUO50Tv.dpuf

আন্তর্জাতিক