নাগরিক সংবর্ধনার আমন্ত্রণ নিয়ে প্রধানমন্ত্রীর কাছে কমিটি

নাগরিক সংবর্ধনার আমন্ত্রণ নিয়ে প্রধানমন্ত্রীর কাছে কমিটি

সমুদ্রসীমার অধিকার প্রতিষ্ঠার বিরল কৃতিত্বের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনার আমন্ত্রণ জানানো হয়েছে। শুক্রবার বিকেলে সংবর্ধনা প্রস্তুতি কমিটির সদস্যরা গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান।

কমিটির চেয়ারম্যান জিল্লুর রহমান সিদ্দিকীর নেতৃত্বে কমিটির সদস্যরা এ সময় প্রধানমন্ত্রীকে সংবর্ধনার উদ্দেশ্য সম্পর্কেও অবহিত করেন।

আগামী ২৮ এপ্রিল সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রীকে এ সংবর্ধনা দেওয়া হবে।

কমিটির সদস্যরা শেখ হাসিনার নেতৃত্বে আন্তর্জাতিক আদালতে সমুদ্রসীমায় অধিকার অর্জনসহ অন্যান্য অর্জনের জন্য তার প্রশংসা করেন। এসব অর্জনের ব্যাপারে দেশে-বিদেশে প্রচারের উদ্যোগ নেওয়া হবে বলে প্রধানমন্ত্রীকে জানান তারা।

এ সময় প্রধানমন্ত্রী সংবর্ধনা কমিটির সদস্যদের বলেন, “এ অর্জন আমার একার নয়, দেশের জনগণের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমুদ্রসীমার অধিকার অর্জনের উদ্যোগ নিয়েছিলেন। এরপর ১৯৯৬ সালে আমরা ক্ষমতায় এসে আবারও উদ্যোগ নেই। এবার ক্ষমতায় এসে আমরা বিজয় অর্জন করেছি।“

প্রধানমন্ত্রী বলেন, “বিশ্বমন্দার মধ্যেও আমরা নিরলস চেষ্টা চালিয়ে অর্থনীতি চাঙ্গা রাখতে পেরেছি।“

সাক্ষাৎ কর্মসূচির পর প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এসব কথা জানান।

প্রতিনিধি দলে ছিলেন, কমিটির কো-চেয়ারম্যান অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক একে আজাদ চৌধুরী, সাংবাদিক গোলাম সারোয়ার, আবেদ খান, শ্যামল দত্ত, সংস্কৃতি-ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, গোলাম কুদ্দুছ, মে.জে.(অব) হেলাল মোর্শেদ প্রমুখ।

বাংলাদেশ