ভারতের অন্ধ্র প্রদেশে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা ৩৯য়ে বেড়ে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় আরো অর্ধ শতাধিক মানুষ আহত হয়েছে। শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে জগদালপুর-ভুবনেশ্বর হিরাখন্ড এক্সপ্রেসের একটি ট্রেন লাইনচ্যুত হলে ওই হতাহতের ঘটনা ঘটেছে। খবর অল ইন্ডিয়ার।
ট্রেনটি ছত্তিশগড় থেকে উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরের উদ্দেশ্যে যাত্রা করেছিল। স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনার পর ধ্বংসস্তুপের নিচ থেকে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা।
এক উর্ধ্বতন রেলওয়ে কর্মকর্তা জানিয়েছেন, জরুরি বিভাগের কর্মকর্তারা এবং স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা রাতভর উদ্ধারকাজে অংশ নিয়েছেন। ট্রেনের ২২টি কোচের মধ্যে ১৩টি কোচের দুর্ঘটনায় কোনো ধরনের ক্ষতি হয়নি।
রেলমন্ত্রী সুরেশ প্রভু ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২ লাখ এবং আহতদের পরিবারগুলোকে ৫০ হাজার টাকা প্রদানের ঘোষণা দিয়েছেন।