ভাড়া বাড়ালো উবার

ভাড়া বাড়ালো উবার

রাজধানী ঢাকার রাস্তায় নামার দুই মাসের মাথায় ভাড়া বাড়ালো স্মার্টফোন অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবা নেটওয়ার্ক উবার। আগামী সোমবার (২৩ জানুয়ারি) থেকে উবার সেবায় প্রতি কিলোমিটারে ৩ টাকা বাড়ানো হয়েছে। অর্থাৎ কিলোমিটারপ্রতি ১৮ টাকার পরিবর্তে এখন গুনতে হবে ২১ টাকা।

শুক্রবার উবারের ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতি কিলোমিটার ২১ টাকা ভাড়া দিতে হবে। এছাড়া গাড়িতে কাটানো প্রতি মিনিটের জন্য ভাড়া হবে আগের দুই টাকার বদলে তিন টাকা। বেইজ প্রাইস হিসেবে তার সঙ্গে যোগ হবে আগের মতই ৫০ টাকা। আর ট্যাক্সি ডাকার পর যাত্রা বাতিল করলেও ৫০ টাকা দিতে হবে।

চালক ও গ্রাহক -দুই পক্ষের সুবিধার কথা বিবেচনা করে সেবার মান ঠিক রাখতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়েছে উবার কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত বছরের ২২ নভেম্বর ঢাকায় যাত্রা শুরু করে উবার। স্মার্টফোনের অ্যাপভিত্তিক এ ট্যাক্সি সেবা নিয়ে ইতিমধ্যে সাধারণ

বাংলাদেশ