ট্রাম্পের শপথের পর যা ঘটলো

ট্রাম্পের শপথের পর যা ঘটলো

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার স্থানীয় সময় রাত ১১টায় ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন তিনি। শপথের পর পরই ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নেযা হয়েছে।

ট্রাম্পের শপথের কিছুক্ষণের মধ্যে ঘটে গেছে বেশি কিছু পরিবর্তন। ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেনডেন্ট এক প্রতিবেদনে ট্রাম্প প্রশাসনের প্রথম কিছু পরিবর্তন তুলে ধরেছে-

**হোয়াইট হাউসের ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয়েছে জলবায়ু পরিবর্তন বিষয়ক সব তথ্য।

**শপথ নেয়ার পরপরই প্রথম একটি বিলে সাক্ষর করেছেন মার্কিন এ ধনকুবের। এতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জেনারেল জেমস ম্যাটিসের নিয়োগ নিশ্চিত করা হয়।

**উত্তাল ওয়াশিংটনে সহিংস রূপ নিয়েছে বিক্ষোভ। ভাঙচুর করা হয়েছে বেশ কিছু ভবনের কাঁচ ও গাড়ি। বিরোধী শিবিরের ট্রাম্পবিরোধী বিক্ষোভ থেকে আটক করা হয়েছে অন্তত ৯৪ জনকে।

**যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যে সমকামী বিয়ের বৈধতা থাকলেও ক্যাপিটল ভবনে শপথ নেয়ার কিছুক্ষণের মধ্যে হোয়াইট হাউসের ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয়েছে সমকামী বিয়ে বিষয়ক সব তথ্য।

**অভিষেক বক্তৃতায় ইসলামী সন্ত্রাসবাদ নির্মূল করার অঙ্গীকার করলেন ট্রাম্প।

**শেষবারের মতো ওভাল অফিস ত্যাগ করলেন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা।

**রুশ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের অভিযোগে ট্রাম্পের বেশ কয়েকজন সহযোগীর বিরুদ্ধে তদন্ত শুরু।

**অযোগ্য এবং দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বরখাস্তের মাধ্যমে সংস্কার শুরুর ঘোষণা ট্রাম্পের।

সূত্র : দ্য ইন্ডিপেনডেন্ট।

আন্তর্জাতিক