কুতুববাগের ওরশ হবে না ফার্মগেটে

কুতুববাগের ওরশ হবে না ফার্মগেটে

আগামী বছর থেকে রাজধানীর ব্যস্ততম সড়ক ফার্মগেটের ইন্দিরা রোডে কুতুববাগ দরবারের বার্ষিক ওরছ অনুষ্ঠিত হবেনা। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এর মেয়র আনিসুল হক ইন্দিরা রোড এলাকাকে যানজটমুক্ত করতে দরবার কর্তৃপক্ষকে বিষয়টি জানান।

দরবার কর্তৃপক্ষ মেয়রের আহবানে সাড়া দিয়ে আগামী বছর থেকে অন্যত্র  বার্ষিক ওরছ পালনে সম্মত হন। ইতিমধ্যেই কুতুববাগ দরবার পক্ষ থেকে এই মর্মে একটি ঘোষণাপত্র দরবারের মূল গেটে ঝুলিয়ে দেয়া হয়েছে।

Kutubbag

উল্লেখ্য যে, প্রতিবছর কুতুববাগ দরবারের জাকের ইজতেমাকে ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউয়ের জাতীয় সংসদ ভবনের সামনের রাস্তা এবং ইন্দিরা রোডের সড়কের উভয়পাশে থাকে নানা রকম আয়োজন। ফলে এ ব্যস্ততম এলাকাগুলোতে অসহনীয় যানজটের সৃষ্টি হয়।

মেয়র আনিসুল হকের উদ্যোগে রাজধানীর ব্যস্ততম ফার্মগেট এলাকাকে যানজট মুক্ত করতে কুতুববাগ দরবার কর্তৃপক্ষ তাদের বাৎসরিক ওরশ অন্যত্র সরিয়ে নিবে।

ইসলামী জগত