রক সঙ্গীতসন্ধ্যায় মাইলস

রক সঙ্গীতসন্ধ্যায় মাইলস

ইন্দিরা গান্ধি কালচারাল সেন্টারের আয়োজনে রাজধানীর ধানমন্ডিতে ৭ এপ্রিল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠিত হচ্ছে এক রক সঙ্গীত সন্ধ্যা। এতে পারফর্ম করবে বাংলাদেশের জনপ্রিয় ব্যন্ডদল মাইলস।  এই কনসার্টে মাইলস তাদের জনপ্রিয় বাংলা গানের পাশাপাশি ইংরেজি গানও পরিবেশন করবে।

বাংলাদেশের পুরোনো ও জনপ্রিয় ব্যান্ড দল মাইলস-এর যত্রা শুরু হয় ১৯৭৯ সালে। মাইলস তাদের প্রথম অ্যালবাম ‘মাইলস’ বের করে ১৯৮২ সালে। এরপর বের করে দ্বিতীয় ইংরেজি গানের অ্যালবাম ‘এ স্টেপ ফারদার’ (১৯৮৬)। ১৯৯১ সালে ১২ টি বাংলা গান নিয়ে বের করে তাদের প্রথম বাংলা অ্যালবাম ‘প্রতিশ্র“তি’। এ অ্যালবামে ‘চাঁদ তারা সূর্য’, ‘প্রথম প্রেমের মত’, ‘দরদিয়া’ গানগুলো বেশ জনপ্রিয় হওয়ার পর তারা ১৯৯৩ সালে বের করে ‘প্রত্যাশা’ অ্যালবামটি। এ অ্যালবামের ‘ফিরিয়ে দাও’, ‘ধিকি ধিকি’, ‘কি যাদু’ ‘পাহাড়ী মেয়ে’, ‘নীলা’, ‘হৃদয়হীনা’, ‘কতকাল খুঁজবো তোমায়’ ইত্যাদী গানগুলোও বেশ জনপ্রিয় হয়। এরপর মাইলস একে এক বের করে ‘প্রত্যয়’ (১৯৯৬), ‘প্রয়াস’ (১৯৯৭), ‘বেস্ট অব মাইলস’ (১৯৯৮), ‘প্রবাহ’ (২০০০) ও ‘প্রতিধ্বনি’ (২০০৬)  অ্যালবামগুলো।

মাইলস দেশে ও দেশের বাইরে অনুষ্ঠিত অনেক কনসার্টে সফলতার সঙ্গে অংশগ্রহণ করে। গত ফেব্র“য়ারি ২০১২ তে মাইলস কোলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠিত ভারত-বাংলাদেশ মৈত্রী কনসার্টে আমন্ত্রণ পেয়ে অংশগ্রহণ করে।

মাইলসের বর্তমান লাইন আপ হচ্ছে- হামিন আহমেদ (ভোকাল ও গীটার), শাফিন আহমেদ (ভোকাল ও বেস গীটার), মানাম আহমেদ (কি-বোর্ড ও ভোকাল), সাইয়্যেদ জিয়াউর রহমান তুর্য (ড্রামস) ও ইকবাল আসিফ জুয়েল (গীটার ও ভোকাল)।

কনসার্টটি সকলের জন্য উন্মুক্ত থাকবে। স্থান: ইন্দিরা গান্ধি কালচারাল সেন্টার। রোড নং-২, বাড়ি নং-২৪, ধানমন্ডি, ঢাকা।

বিনোদন