জয়ে শুরু পুনে ওয়ারিয়র্সের

জয়ে শুরু পুনে ওয়ারিয়র্সের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপএল) নিজেদের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে পুনে ওয়ারিয়র্স। অশোক দিন্দার মারাত্মক বোলিংয়ে তারা ২৯ রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে।

পুনে ওয়ারিয়র্স ইনিংস: ১২৯/৯ (ওভার ২০)
মুম্বাই ইন্ডিয়ান্স ইনিংস: ১০০/৯ (ওভার ২০)
ফল: পুনে ২৯ রানে জয়ী

ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে পুনে ওয়ারিয়র্সকে ব্যাটিংয়ে পাঠায় মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হরভজন সিং। খেলতে নেমে ৪৭ রানের মধ্যে চার উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সৌরভ গাঙ্গুলীর দল।

রানের খাতা খোলার আগে মনিষ পান্ডেকে বোল্ড করেন লাসিথ মালিঙ্গা। ব্যক্তিগত ৩ রানে হরভজনের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন গাঙ্গুলী। ওয়েন পার্নেলকে (১১) মুনাফ প্যাটেল ও রবিন উথাপ্পাকে (৩৬) আউট করেন কিয়েরন পোলার্ড। শেষপর্যন্ত স্টিভেন স্মিথের ৩৯ রানের সুবাদে নয় উইকেট হারিয়ে ১২৯ রান করতে পারে তারা।

কিন্তু জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে পুনের সামনে দাঁড়াতেই পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স। মূলত অশোক দিন্দার গতি ঝড়ে উড়ে গেছে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ। একাই চার উইকেট নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছাতে দারুণ ভূমিকা রেখেছেন এই পেসার।

প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে ৮ উইকেটে হারিয়ে সূচনাটা ভালো করেছিলো হরভজন সিংয়ের দল। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেয়েছে মুম্বাই। তাদের ২৯ রানে হারিয়েছে পুনে। মুম্বাইয়ের পক্ষে সবচেয়ে বেশি ৩২ রান করেন দিনেশ কার্তিক। এছাড়া সমান ৩২ রান করেন জেমস ফ্যাঙ্কলিন।

খেলাধূলা