নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিতে বঙ্গভবনে গেছে খেলাফত মজলিস। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার পর দলটির মহাসচিব আহমদ আব্দুল কাদেরের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে প্রবেশ করে।
এর আগে সংসদের বাইরে থাকা বিএনপি, বিরোধী দলে থাকা জাতীয় পার্টি ও ক্ষমতাসীন আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসেছিলেন।
উল্লেখ্য, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করবেন। বর্তমান কমিশন গঠনের আগে তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটি সার্চ কমিটির মাধ্যমে কমিশন গঠন করেছিলেন।