ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে ঝামেলায় জড়িয়ে দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে আছেন ক্রিস গেইল। অবশেষে গেইলের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে বোর্ড। সবকিছু ঠিক থাকলে ইংল্যান্ড সফরেই ক্যারিবিয় দলে ফের প্রত্যাবর্তন হতে যাচ্ছে বাঁহাতি এই ব্যাটসম্যানের।
দুপক্ষের সমঝোতায় পৌঁছানোর বিষয়টি জানিয়েছে ক্যারিবিয়ান মিডিয়া কর্পোরেশন। এর আগে সমস্যা সমাধানের জন্য হস্তক্ষেপ করেছিলেন সেন্ট. ভিনসেন্টের প্রধানমন্ত্রী রালফ গনসালভেস। তিনি আলোচনায় বসেছিলেন বোর্ড কর্মকর্তা ও গেইলকে নিয়ে। মূলত ওই বৈঠকের পরই নমনীয় হয় উভয় পক্ষ।
অবশ্য এখনই দলে ফেরা হচ্ছে না এই ক্যারিবিয় ব্যাটসম্যানের। প্রথমেই তাকে আইনি ঝামেলা মিটাতে হবে ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স অ্যাসোসিয়েসন ও বোর্ডের সঙ্গে। এছাড়া বর্তমানে আইপিএল খেলতে ভারতে রয়েছেন গেইল। টি-টোয়েন্টির এই জমজমাট লিগ শেষ হবে ২৭ মে। এদিকে ওয়েস্ট ইন্ডিজ দল ইংল্যান্ড সফর করবে ৫ মে থেকে ২৪ জুন। সেক্ষেত্রে ইংল্যান্ড সফরে দলে ফিরতে পারবেন টেস্ট সিরিজ শেষ হওয়ার পরে। খেলতে পারবেন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ।
বিশ্বকাপের পর থেকেই ওয়েস্ট ইন্ডিজ দলের বাইরে রয়েছেন গেইল। মূলত একটি রেডিও সাক্ষাৎকারে বোর্ড কর্মকর্তাদের সমালোচনার পরই বোর্ডের সঙ্গে বিরোধের সৃষ্টি হয় তার।