সিআইইএস ইউরোপের সবচেয়ে দামি ফুটবলারের একটা তালিকা প্রকাশ করেছে। সেই তালিকার শীর্ষে রয়েছেন বার্সেলোনা সুপারস্টার নেইমার। আর দ্বিতীয় স্থানে রয়েছেন তারই সতীর্থ লিওনেল মেসি। সেরা পাঁচে নেই ক্রিশ্চিয়ানো রোনালদো।
নেইমারের মূল্য প্রায় ২১৬ মিলিয়ন ইউরো। আর মেসির বাজার মূল্য ধরা হয়েছে ১৪৯ মিলিয়ন ইউরো। বর্তমান ট্রান্সফার মূল্য অনুযায়ী এ তালিকা করা হয়েছে।
ব্যালন ডি`অরজয়ী এবং ফিফার বর্ষসেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর মূল্য ১১১ মিলিয়ন ইউরো। এবং তার সতীর্থ গ্যারেথ বেলের দাম ৭৩.৮ মিলিয়ন ইউরো।
সিআইইএস-এর তালিকা অনুযায়ী ইউরোর সবচেয়ে দামি ফুটবলারদের নাম :
নেইমার দ্য সিলভা (২১৬ মিলিয়ন ইউরো), লিওনেল মেসি (১৪৯ মিলিয়ন ইউরো), পল পগবা (১৩৬.৪ মিলিয়ন ইউরো), অ্যান্টোনিও গ্রিজমান (১৩২ মিলিয়ন ইউরো), লুইস সুয়ারেস (১২৭ মিলিয়ন ইউরো), হ্যারি কেন (১২২ মিলিয়ন ইউরো), ক্রিশ্চিয়ানো রোনালদো (১১১ মিলিয়ন ইউরো), মাইকেল আন্টোনিও (১০০ মিলিয়ন ইউরো), ডেলি আলি (৯৬ মিলিয়ন ইউরো), ইডেন হাজার্ড (৮৯ মিলিয়ন ইউরো), গ্যারেথ বেল (৭৩.৮ মিলিয়ন ইউরো)।